আমাদের কথা



সভ্যতার পিচ্ছিল সিঁড়ি বেয়ে, বিবর্তনবাদের পথ পেরিয়ে , একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানবতা যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারস্থ - ঠিক তখনই জ্ঞান বিজ্ঞানের মূল উৎস আল কুরআনুল কারীমের শ্বাশ্বত আহবান নিয়ে আলোকিত জাতি গড়ার দৃঢ় প্রত্যয়ে আত্মপ্রকাশ করলো নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা। যাতে অন্তর্ভূক্ত রয়েছে আদর্শের ধারনা, মহত্বের প্রেরণা এবং উচ্চ স্তরের সাধনা।
তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম, যে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সে মহাগ্রন্থ পবিত্রে কুরআন দেড় হাজার বছর থেকে মানবজাতিকে আহবান জানিয়ে আসছে শান্তি ও সুন্দরের পথে। তাইতো কুরআন ও সুন্নাহর মৌলিক মানদন্ডে পরিচালিত নিদাউল কুরআনআগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নিদাউল কুরআন মাদরাসাসব বয়সের ও পর্যায়ের মানুষের আলোকিত জীবন গড়ার সহায়ক হিসেবে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় মাসজিদ মাদরাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং বহুমুখি প্রকল্প সামনে নিয়ে যাত্রা শুরু করেছে।
মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

No comments:

Post a Comment